ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ কথা বলেন।
পোস্টে ইউনূসের সঙ্গে তোলা তিনটি ছবিও শেয়ার করেন মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়াল প্রধানমন্ত্রী মোদির পোস্টটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তুলে দেন।
মোদি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ মোদি ‘বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন’ পুনর্ব্যক্ত করেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য ভারত সরকারের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।
সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের যোগ দিতে দুই নেতা গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ব্যাংককে অবস্থান করছিলেন।