হোম > অপরাধ > ভারত

কথিত প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ‘বিষ খাইয়ে’ হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ভারতের মুম্বাইয়ে স্বামীকে অল্প অল্প করে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ নভেম্বর) কবিতা নামের ওই নারী ও তাঁর কথিত প্রেমিক হিতেশকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, মুম্বাইয়ের সান্তাক্রুজ ওয়েস্ট এলাকার বাসিন্দা কমলাকান্ত বেশ কিছুদিন পেটের অসুখে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বোম্বে হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখতে পান, কমলাকান্তের শরীরে আর্সেনিক ও থ্যালিয়ামের পরিমাণ অস্বাভাবিক মাত্রায় বেশি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ সেপ্টেম্বর মারা যান তিনি।

এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়। ঘটনার তদন্তে নামে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কিছু তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় কমলাকান্তের স্ত্রী কবিতা ও তাঁর কথিত প্রেমিক হিতেশকে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবিতা চাঞ্চল্যকর তথ্য দেন।

ঘটনার কথা স্বীকার করে কবিতা বলেন, হিতেশের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। বিষয়টি নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। সম্প্রতি দুজন মিলে স্বামী কমলাকান্তকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী স্বামীর খাবারে প্রতিদিন অল্প অল্প করে আর্সেনিক মিশিয়ে দিতেন তিনি। এরপর পেটের অসুখ দেখা দেয় কমলাকান্তের। একপর্যায়ে বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়া হয়।

এর কয়েক দিন আগে কমলাকান্তের মা পেটের অসুখে ভুগে মারা যান। তাঁর মৃত্যুতেও কবিতা জড়িত কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

সেকশন