Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

জেলি পুশ করা দেড় টন চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

জেলি পুশ করা দেড় টন চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা

যশোরে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা এক ট্রাক (দেড় টন) চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অভিযান চালিয়ে র‍্যাব ট্রাকসহ এই মাছ জব্দ করে। পরে ওই চিংড়ির মালিক আব্দুল্লাহ ও জালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান বলেন, ‘সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাকভর্তি চিংড়ি মাছ ঢাকায় যাচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অবস্থান করে চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। ট্রাকে থাকা ওই মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা ছিল। এটি অস্বাস্থ্যকর।’ 

এ সময় সঙ্গে থাকা জেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন সরদার মান নিয়ন্ত্রণ করে মাছের মধ্যে জেলির উপস্থিতির প্রমাণ পান। 

এ ঘটনায় মাছের মালিক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের জালাল ও আব্দুল্লার কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

এম নাজিউর রহমান জানান, ট্রাকে থাকা ৫৭টি ককশিটের কার্টনে থাকা দেড় টন চিংড়ি মাছ ধ্বংস করে ফেলা হয়েছে। 

অভিযানে র‍্যাবে কর্মরত এএসপি তারেক আমান বান্না উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ