খুলনার ডুমুরিয়া উপজেলার পুটিমারি এলাকায় চোর সন্দেহে প্রিতম ঢালি নামে এক স্কুলছাত্রকে গাছে বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ রোববার সকালে মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গতকাল শনিবার সকালে মারধর ও নির্যাতনের ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার প্রিতম ঢালি একই এলাকার সত্যরঞ্জন ঢালির ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পুটিমারি গ্রামের মৃত আ. ছাত্তার শেখের ছেলে রিপন শেখ (২৮) ও রাকিব শেখ (২৩)।
ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রিপন শেখ ও রাকিব শেখ দুই ভাই মিলে প্রিতম ঢালিকে মোটর চুরি করেছে বলে সন্দেহ করেন। গতকাল সকালে প্রিতম ঢালি সকালে টিকা নিতে বাড়ি থেকে ডুমুরিয়া যাওয়ার পথে আসামিরা তাকে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে গাছের সঙ্গে দড়ি ও গামছা দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারধর ও নির্যাতন করতে থাকে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও প্রিতমের বাবা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের আটক করে পুলিশে খবর দেয়। আজ রোববার সকালে প্রিতমের বাবা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা করেন। পরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই স্কুলছাত্রের বাবা থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।