হোম > অপরাধ > খুলনা

চাবির আঘাতে ইজিবাইক চালককে হত্যা ভ্যানচালকের: পুলিশ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ইজিবাইক চালক আল ইমরানকে হত্যার ঘটনায় ভ্যানচালক নাইম ওরফে ফাহাদকে (১৮) আটক করেছে পুলিশ। তাঁর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, কথা-কাটাকাটির একপর্যায়ে নিজের ব্যাটারিচালিত ভ্যানের চাবি দিয়ে ইমরানকে আঘাত করে হত্যা করেন নাইম।

আজ মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের সেলিম হাওলাদরের ছেলে।

নিহত আল ইমরান পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন বলেন, আমতলা এলাকায় সড়কে ওভারটেক করা নিয়ে বাক্‌বিতণ্ডায় জড়ায় ভ্যানচালক নাইম ও ইজিবাইক চালক ইমরান। একপর্যায়ে ভ্যানচালক ফাহাদের হাতে থাকা চাবি দিয়ে ইজিবাইক চালকের বুকে আঘাত করে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইমরানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত নাইম আজ মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে আটক করা হয়। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় পুলিশ জানিয়েছিল ইমরানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন