হোম > অপরাধ > খুলনা

খুলনার বটিয়াঘাটায় চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উপজেলার সুরখালী বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। 

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বটিয়াঘাটা উপজেলার সুরখাী বাজার এলাকায় বাবুল ফকির, তাঁর স্ত্রী ও দুই জামাই মিলে আকবর ফকিরের ছেলে হালিম ফকিরের (৩০) ওপর হামলা করেন। লাঠি নিয়ে হালিমকে বেদম মারধর করে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা হালিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে শুক্রবার রাতে হালিম ফকির গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে নিহত হালিমের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত হালিমের পরিবার জানায়, রাস্তার পাশে ভ্যানগাড়ি রাখাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হালিম হত্যার সঙ্গে জড়িত বাবুল ফকির ও তাঁর স্ত্রী আলেয়া বেগম এবং তাঁর দুই জামাই ইকবাল হোসেন ও ওয়াহিদুরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। 

সুরখালী ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘হালিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।’ 

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাজালাল বলেন, ‘চারজনকে আটক করা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো মামলা রেকর্ড করা হয়নি।’ 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা