Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

আসন বিন্যাস কমিটিতে বাবাকে না রাখায় কর্মকর্তাকে লাঞ্ছিত ইবি ছাত্রলীগ নেতার, পরে দুঃখ প্রকাশ

ইবি প্রতিনিধি

আসন বিন্যাস কমিটিতে বাবাকে না রাখায় কর্মকর্তাকে লাঞ্ছিত ইবি ছাত্রলীগ নেতার, পরে দুঃখ প্রকাশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আজ সোমবার সমিতির নেতারা সভা ডাকেন। সভা শেষে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাসের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির কাছে কর্মকর্তাদের নাম চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ১২ জনের নাম দেয় কর্মকর্তা সমিতি। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয় সমিতির সভাপতি এমদাদুল আলমের কাছে তাঁর বাবা লোকপ্রশাসন বিভাগের লাইব্রেরিয়ান তোবারক হোসেন বাদলকে আসন বিন্যাস কমিটিতে না রাখার কারণ জানতে চান।

এর জবাবে এমদাদুল আলম বলেন, ‘এটি প্রশাসনের কাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন যাঁদের প্রয়োজন মনে করেছে, এ কাজের জন্য তাঁদের সিলেক্ট করেছে। এতে আমার কোনো হাত ছিল না।’ এ নিয়ে তাঁর সঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাগ্‌বিতণ্ডা হয়।

এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের সবকিছু ছাত্রলীগের মতোই চলবে। আমরা যা বলি তা করতে হবে।’ একপর্যায়ে জয়ের অনুসারীরা এমদাদুলকে মারতে উদ্যত হন। ছাত্রলীগ কর্মী শাহিন, হাফিজ, বাঁধনসহ ৮-১০ জন কর্মী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় অন্য কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।

বৈঠকে উপস্থিত সূত্রে জানা যায়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে সকালে ক্যাম্পাসে কর্মকর্তা সমিতি জরুরি বৈঠকে বসেন। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ দুজনই গতকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘এটা আমার ও কাকুর ব্যক্তিগত ব্যাপার। সেখানে বলার মতো তেমন কিছু ঘটেনি। আমি তাঁকে (এমদাদুল) কাকু বলে ডাকি। এখন কোনো সমস্যা নেই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল আলম বলেন, ‘আমি তাদের আচরণে মানসিকভাবে আহত ও মনঃক্ষুণ্ন হয়েছি। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের