পাইকগাছায় আয়মান (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার রাড়ুলী গ্রামের মৃত আকের আলী সরদারের স্ত্রী।
মৃতের ছোট ছেলে নুর ইসলাম সরদার বলেন, আমার মা বুধবার রাতে খাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আজ সকাল সাড়ে ৬টার দিকে আমার বড় ভাবি রান্না করার উদ্দেশে রান্না ঘরের দিকে যাওয়ার সময় দেখেন মা ঘরের বারান্দায় আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে রয়েছে। তিনি ডাক চিৎকার শুরু করলে আমি বেরিয়ে এসে দেখি আমার মা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
মামলার তদন্তকরী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শাহাদাত মোল্যা বলেন, মৃত্যুর বিষয়ে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়।