Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

বিদ্যালয়ের কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ৫ সহপাঠী আটক

খুলনা প্রতিনিধি

বিদ্যালয়ের কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ৫ সহপাঠী আটক

খুলনার ডুমুরিয়া উপজেলায় স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ ছাত্রকে আটক করা হয়েছে, যাদের মধ্যে চারজন একই বিদ্যালয়ের। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা ভারতীয় ‘ক্রাইম পেট্রোল’ সিরিয়াল দেখে উদ্বুদ্ধ হয়ে মোটা অংকের অর্থ প্রাপ্তির আশায় এমন ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

নীরব মন্ডলডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া আজকের পত্রিকাকে বলেন, গুটুদিয়া গ্রামের শেখর মন্ডলের ছেলে নীরব মন্ডল  (১২) বৃহস্পতিবার বিদ্যালয়ে যায়। বিদ্যালয় থেকে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নীরবের বাবার কাছে একটি নম্বর থেকে কল দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

ওই মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ একজনকে পরে আরও চারজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ১টার দিকে বিদ্যালয়ের অব্যবহৃত একটি কক্ষ থেকে নীরবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি। 

ওসি আরও বলেন, আটকেরা জানিয়েছে, ভারতীয় সিরিয়াল দেখে তারা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নে তারা বিদ্যালয় ছুটির পর নীরবকে ধরে ওই কক্ষে আটকে রাখে। পর তাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে। একটা পর্যায়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। 

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর