সাতক্ষীরার পাটকেলঘাটায় ৩টি পানের বরজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে খলিশখালী ইউনিয়নের পালপাড়ায় এ ঘটনা ঘটে। এতে ২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্ত পান বরজের মালিকরা হলেন ওই গ্রামের পলাশ পাল, পুরস্কার পাল ও তাপস পাল।
খলিশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য উত্তম কুমার দে জানান, রোববার রাতে ৩টি পানের বরজে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কোনো কিছু বুজার আগেই বরজের অধিকাংশ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বরজের মালিক তাপস পাল বলেন, `দুর্বৃত্তরা বরজের পান কাটার পর বস্তা ভরে নিয়ে যায়। এরপর চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে আমারসহ ৩টি বরজের ক্ষতি হয়।'
খলিষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন জানান, বরজে আগুন দেওয়ার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
খলিষখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, `খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'