Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা, ২৭ জনকে আসামি করে মামলা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা, ২৭ জনকে আসামি করে মামলা

নড়াইলের লোহাগড়ায় তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবুল শেখ (৫৭) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে ২৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। 

ওসি বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় গত বুধবার রাতে থানায় মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

নিহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। হত্যার পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’ 

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের বাবুল শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাবুল শেখ ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর থেকে রিপন শেখসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর