প্রতিনিধি
ডুমুরিয়া (খুলনা): খুলনায় ডুমুরিয়া থানা-পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার থুকড়া বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার থুকড়া বাজার এলাকার মো. শাহিন আলম (২৪) ও খুলনা নগরীর লবণচরা এলাকার মো. জাবের হোসেন (২১)।
ডুমুরিয়া থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে গাঁজা বিক্রয় করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আজ রোববার সকালে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।