যশোরের শার্শার রুদ্রুপুর সীমান্তপথে ভারতে পাচারের সময় ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোনতাজ বেনাপোলের পুটখালী গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, বিজিবির কাছে গোপন খবর আসে, সীমান্তপথে বড় একটি স্বর্ণের চালান ভারতে পাচারের চেষ্টা চলছে। পরে সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একপর্যায়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ১ কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
লে. কর্নেল তানভীর রহমান আরও বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে প্রায় ১০ কেজি সোনা জব্দ ও ছয়জনকে গ্রেপ্তার করেছে।