খুলনার ডুমুরিয়ায় বিডিআর বিদ্রোহের মামলার আসামি আজহারুল ইসলাম গাজীকে সরকারি গাছ চুরি করে বিক্রি করার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামি আজহারুল ইসলাম গাজী কাটাখালী গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামের পানি উন্নয়ন বোর্ডের ২৯ পোল্ডারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রোপিত ১৫টি মেহগনি গাছ চুরি করে কেটে নিয়ে বিক্রি করে দিয়েছেন বিডিআর বিদ্রোহের আসামি আজাহারুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে ঘটনার সত্যতা পাওয়ায় গত ১০ সেপ্টেম্বর উপ-সহকারী প্রকৌশলী হাসেম আলী বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গতকাল দিবাগত রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, ‘সরকারি গাছ চুরির মামলায় এজাহারনামীয় আসামি আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।’