খুলনার পাইকগাছায় জায়গা-জমি দখলকে কেন্দ্র করে দুটি ইউনিয়নে পৃথক সংঘর্ষে বৃদ্ধসহ ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে চাঁদখালী ও রাড়ুলি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
অভিযোগে জানা যায়, আজ সকালে উপজেলার রাড়ুলির কাঠিপাড়া বাজারে জমি দখল নিয়ে আবুল কাসেম মোড়ল ও আজগর মোড়লদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের ৮ জন গুরুতর জখম হন।
আহতরা হলেন-আবুল কাসেম মোড়ল (৬০), আইয়ুব আলী মোড়ল (৫২), শাহাজান মোড়ল (৫৮), শফিকুল ইসলাম (৩২), প্রতিপক্ষ মেজবার মোড়ল (৩৩), জাহাঙ্গীর মোড়ল (৪৫), বাবলা মোড়ল (৩০) ও জাহানারা বেগম (৫৫)। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন।
অপরদিকে, আজ সকাল ১০টার দিকে উপজেলার উত্তর গড়ের আবাদে মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬) ও মোবারেক মোড়লদের (৬৮) মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মোবারেক মোড়লরা ঘর করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হন। আহতরা সকলেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুরুতর আহতরা হলেন-মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬), আলমঙ্গীর (৩৫), শাহ আলম (৪০), জাহাঙ্গীর আলম (৩০) মফেজ উদ্দিন (৭০), প্রতিপক্ষের মোবারক মোড়ল (৬৮), হাবিবুর রহমান (৪৫), ওবাইদুল্লাহ (২৩), মজিদ মোড়ল (৫০) ও আবুল হোসেন (১৬)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, উভয় পক্ষ থানায় পৃথক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।