Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

ইউএনওর ‘অশ্লীল ভিডিও’ ফাঁসের হুমকি দিয়ে ৯ লাখ টাকা আদায়, দেহরক্ষী কারাগারে 

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি

ইউএনওর ‘অশ্লীল ভিডিও’ ফাঁসের হুমকি দিয়ে ৯ লাখ টাকা আদায়, দেহরক্ষী কারাগারে 

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাসের দেহরক্ষী আনসার সদস্যকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার আকাশ বিশ্বাস (২৭) খুলনা ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের বাসিন্দা। দুই বছর ধরে তিনি ইউএনওর দেহরক্ষী হিসেবে কাজ করছিলেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় বাদী হয়েছেন ইউএনওর স্ত্রী বিপাশা বিশ্বাস।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি ইউএনও অনিমেষ বিশ্বাসের ব্যবহৃত ফোন নম্বরের হোয়াটসঅ্যাপে কল করে বলেন, তাঁর কাছে ইউএনওর একটি অশ্লীল (অ্যাডাল্ট) ভিডিও রয়েছে। ১০ লাখ টাকা দিলে ভিডিওটি ডিলিট করে দেওয়া হবে। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। ইউএনওর ওপর হামলারও হুমকি দেওয়া হয়। এসব কথা বলে অজ্ঞাতনামা ব্যক্তি ইউএনও ও তাঁর স্ত্রীর ফোনে কল করে একাধিকবার হুমকি দেন। 

বাদী বিপাশা বিশ্বাস এজাহারে বলেন, স্বামীর মানসম্মান ও জীবনের নিরাপত্তার কথা ভেবে হুমকিদাতার ব্যাংক অ্যাকাউন্টে পর্যায়ক্রমে ৮ লাখ ৯৪ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর সময় ইউএনওর গাড়িতে থাকা আকাশের কথাবার্তায় সন্দেহ হয় তাঁর।

১১ মার্চ বিকেলে খুলনার ডুমুরিয়া থেকে ছুটি শেষে কাজে যোগ দেওয়ার উদ্দেশে আকাশ লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ডে নামলে পুলিশে তাঁকে আটক করে। এ ঘটনায় আনসার সদস্য আকাশকে আসামি করে ১২ মার্চ লোহাগড়া থানায় মামলা করেন ইউএনওর স্ত্রী। গত বুধবার (১৩ মার্চ) আকাশকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

এ বিষয়ে ইউএনও অনিমেষ বিশ্বাসের স্ত্রী বিপাশা বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। 

তবে ইউএনও অনিমেষ বিশ্বাসের দাবি, তাঁর স্ত্রীর করা চাঁদাবাজি মামলার ব্যাপারে তিনি কিছুই জানেন না। তাঁকে মামলার বিষয়ে কিছু জানানো হয়নি। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘একটি চাঁদাবাজির মামলায় সম্পৃক্ততার কারণে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জানতে পারলাম তিনি আনসার সদস্য ও ইউএনওর দেহরক্ষী। তাই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।’

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে