যশোরের বাঘারপাড়ায় নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় এক দিনে ৩১টি মোটরসাইকেল জব্দ করেছে যশোর ট্রাফিক পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এসব মোটরসাইকেল জব্দ করা হয়।
বাঘারপাড়া থানা সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৩১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে সেগুলো থানায় হস্তান্তর করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎকুমার বলেন, নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে ওই সব মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়েছে। পরে মোটরসাইকেলগুলো বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়।