সুন্দরবন থেকে ২৮ কেজি হরিণের মাংসসহ এক যুবককে আটক করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সুন্দরবনসংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. ইয়াসিন গাজি (২৭)। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা। আটক ও জব্দ করা হরিণের মাংস হড্ডা ফরেস্ট কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাংসসহ এক শিকারিকে আটক করা হয়েছে। বন্য প্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রক্ষায় কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে বুধবার বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস ও শিকারের জন্য ব্যবহৃত ৮০টি ফাঁদ জব্দ এবং ৫ শিকারিকে আটক করে কোস্ট গার্ড।