হোম > অপরাধ > খুলনা

চুরির অপবাদে তরুণকে গাছে ঝুলিয়ে নির্যাতন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

তরুণকে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোরের অভয়নগরে ভ্যান চুরির অপবাদে এক তরুণকে গাছে উল্টোভাবে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগদাহ গ্রামের ইদ্রিস খাঁর বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল সন্ধ্যায় নির্যাতনের এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আজ শুক্রবার তরুণের বাবা বাদী মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী তরুণের নাম ইউসুফ মল্লিক (২০)। তিনি বাগদাহ গ্রামের শরিফ মল্লিকের ছেলে। নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মো. আহম্মেদ আলী বেগ (৫৫) একই গ্রামের মোকছেদ বেগের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ভ্যান চুরির অপবাদে ইউসুফ মল্লিককে গাছে উল্টোভাবে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। একই গ্রামের আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ তাঁদের লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

তরুণের বাবা মো. শরীফ বলেন, ছেলেকে মধ্যযুগীয় কায়দায় উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করায় দোষীদের শাস্তি চেয়ে অভয়নগর থানায় মামলা করেছেন।

আজ শুক্রবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম জানান, নির্যাতনের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। অভিযান চালিয়ে মো. আহম্মেদ আলী বেগকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

চাল ব্যবসায়ী রশিদের বাড়িতে গুলির ঘটনায় মটরসাইকেলচালক গ্রেপ্তার

ছাত্রীদের শোয়ার ঘরে সিসি ক্যামেরা, শিক্ষকের কক্ষে মনিটর

খুলনায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলাকালে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবককে নির্যাতনে হত্যা

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

বিদ্যালয়ের শৌচাগারে ৩ ঘণ্টা আটকা ছাত্রী, অচেতন অবস্থায় উদ্ধার

যশোরে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ

কুষ্টিয়ায় চালকল মালিক সমিতির সভাপতি রশিদের বাড়িতে গুলি

নড়াইলে ফোনে ডেকে নিয়ে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্যসচিবকে মারধর করা দুই আহ্বায়কের পদ স্থগিত