হোম > অপরাধ > খুলনা

পূর্বশত্রুতায় পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যার অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে এক পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ওই চিকিৎসক বাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলার চান্দেরচর বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিহত পল্লি চিকিৎসক আমিনুল ইসলাম উপজেলার নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে চান্দেরচর বাজারে নিজের চেম্বারে যাচ্ছিলেন পল্লি চিকিৎসক আমিনুল ইসলাম (৪০)। পথে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেলের গতিরোধ করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয়রা আমিনুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টার দিকে মারা যান আমিনুল।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা আজকের পত্রিকাকে বলেন, আমিনুল হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা