হোম > অপরাধ > খুলনা

বাঁধে পড়েছিল ভ্যানচালকের গলাই রশি প্যাঁচানো মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় কালীবাড়ী বাঁধ এলাকা থেকে গলাই রশি প্যাঁচানো অবস্থায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালীবাড়ি বাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে একটি ভ্যানে বোরকা পরা এক নারীকে নিয়ে এক ভ্যানচালককে কালীবাড়ি বাঁধ সংলগ্ন এলাকার দিকে যেতে দেখেন স্থানীয়রা। তার কিছু সময় পরে ওই বোরকা পরা ওই নারীকে একা ফিরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা ওই নারীকে থামতে বলেন। এ সময় ওই নারী কথা না বলে দৌড়ে পালিয়ে যান।

এদিকে স্থানীয় কয়েকজন কালীবাড়ি বাঁধের দিকে গেলে ওই ভ্যান চালকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। নিহত যুবকের গলাই রশি পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়রা।

নিহত ওই ব্যক্তির পরনে ছিল কালো চেক লুঙ্গি, ফুল হাতা টি-শার্ট তবে প্রাথমিক ভাবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ওই ভ্যানচালকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। মরদেহের পরিচয় এখন ও পাওয়া যায়নি। তদন্ত করে পরে জানানো হবে।

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

সেকশন