Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

মধ্যরাতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

খুলনা প্রতিনিধি

মধ্যরাতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ পাটোয়ারী নামে (৩১) এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত ১২টার দিকে নগরীর ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকার প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মো. সোহাগ পাটোয়ারী ওই এলাকার আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।

লবণচরা থানার ওসি এনামুল হক বলেন, ‘সোমবার রাত ১২টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। পরে সবুজপল্লী প্রধান সড়কের পাশে পৌঁছামাত্র ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা সোহাগের শরীরের বিভিন্ন অংশে চাপাতি ও ছুরি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ওসি এনামুল হক আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মালেক, আসিফ ও সোহাগ নামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় নিহত সোহাগ পাটোয়ারীর ভাই সোহেল পাটোয়ারী দুপুরে বাদী হয়ে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় গ্রেপ্তার তিনজনসহ সাতজনের নাম উল্লেখ করে আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে চারজন উপস্থিত ছিল। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন সোহাগকে ফোন করে বাসা থেকে ডেকে নেয়। বাকি তিনজন সোহাগের শরীরের বিভিন্ন অংশে ধারালো চাপাতি ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। পরে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর