Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

দৌলতপুরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

দৌলতপুরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক 

কুষ্টিয়ার দৌলতপুরে এক স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। শিক্ষক পলাতক আছেন। 

অভিযোগ ওঠা শিক্ষক হলেন দৌলতপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাজ উদ্দিন। তিনি উপজেলার ভুরকাপাড়া গ্রামের বাসিন্দা। 

মামলা হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি বলেন, ‘স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে গত বুধবার দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মামলা হয়েছে। আসামিকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’ 

স্কুলছাত্র ও তার পরিবার জানায়, গত সোমবার স্কুলছাত্রের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। পরে স্কুলছাত্র পরিবারের সবাইকে এ ঘটনা জানিয়ে দেয়। এর আগেও ফসলের খেত পাহারার কথা বলে মাঠে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘গত সোমবার ধর্ষণের ঘটনা ঘটে। পরে বুধবার ভুক্তভোগী শিক্ষার্থীর মা আমাকে জানালে ওই দিন তাঁদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। অভিযুক্ত ওই শিক্ষকের নামে এর আগেও এমন অভিযোগ ছিল। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।’ 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, লোকমুখে তিনি ধর্ষণের ঘটনা শুনেছেন। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। 

অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক রিফাজ উদ্দিনের মোবাইল ফোনে কল করে সংযোগ বন্ধ পাওয়া গেছে।

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধের দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও

ঘুষি মেরে ট্রাফিক পুলিশের নাক ফাটানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

সুন্দরবনে ফের বেড়েছে বনদস্যুদের উৎপাত

বিএনপিপন্থী ব্যবসায়ীদের দখলে নেওয়া খুলনা নৌপরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ

কমিশন বাড়ানোর দাবিতে কুয়েটের দুই প্রকৌশলীকে মারধরের হুমকি ঠিকাদার বিএনপি নেতার

বাগেরহাটে কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা

যশোরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার