হোম > অপরাধ > খুলনা

ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের মদনপুর উত্তরপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। 

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন আলী পলাতক রয়েছেন। 

মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান বলেন, বিভিন্ন সময়ে পলাশ বিশ্বাসের স্ত্রীর সঙ্গে হাসি-ঠাট্টাসহ নানা ধরনের কথা বলতেন সুমন আলী। এ নিয়ে পলাশ ও সুমনের মধ্যে প্রায়ই বাগ্‌বিতণ্ডা হতো। রাতেও পলাশ তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন সুমনকে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সুমন পাশে থাকা ছুরি দিয়ে পলাশের বুকের বাঁ পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এসআই আরও বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন আলী পলাতক রয়েছেন। তাঁকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা