কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ভ্যানচালক জাহিদুল ইসলামকে (৩০) হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে আটক ওবাইদুর রহমান জুয়েলকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন।
আজ বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে ওই দিন বেলা ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি জেলার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
এদিকে এই মামলার আসামি জুয়েল কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত রতনের ছেলে।
মামলার বাদী রিয়াজ উদ্দিন বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার জেরে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে জুয়েল। ছেলে হত্যার সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।