হোম > অপরাধ > খুলনা

কুমারখালীতে ভ্যানচালককে হত্যার ঘটনায় মামলা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ভ্যানচালক জাহিদুল ইসলামকে (৩০) হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে আটক ওবাইদুর রহমান জুয়েলকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। 

আজ বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে ওই দিন বেলা ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি জেলার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। 

এদিকে এই মামলার আসামি জুয়েল কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত রতনের ছেলে। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলের ভ্যানের সঙ্গে জুয়েলের মোটরসাইকেলের হালকা ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের বাগ্বিতণ্ডা, কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে জুয়েল কাছে থাকা ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মামলার বাদী রিয়াজ উদ্দিন বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার জেরে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে জুয়েল। ছেলে হত্যার সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। 

দুদকের অভিযানে মিলল অভিযোগের সত্যতা

শিল্পকর্মগুলো এখন শুধুই স্মৃতি

যৌক্তিক ভাড়া নির্ধারণ চেয়ে বিক্ষোভ

চৌগাছায় বাঁওড় থেকে কোটি টাকার মাছ লুটের অভিযোগ, তদন্তের নির্দেশ

জামিনে মুক্তি মেলেনি যশোর আ.লীগ সভাপতি মিলনের

বর্ণিল সাজে সাগরদাঁড়ি, কাল শুরু মধুমেলা

ইবি ক্যাম্পাসের প্রধান ফটকে বাস আটকে ভাঙচুর

ফকিরহাটে ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

মানবিক চিকিৎসক হতে চান, দুশ্চিন্তা খরচ নিয়ে

সাতক্ষীরা একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সেকশন