খুলনার পাইকগাছায় পৃথক স্থান থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলার লতা ইউনিয়নের বান চাপড়া গ্রামের তরুণ ঢালীকে (৩৫) ১০০ গ্রাম ও চাঁদখালী ইউনিয়নের কাটাখালীর শাকিল গাজীকে (২০) ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাঁদের নামে পৃথক দুটি মাদক মামলা হয়েছে। বুধবার সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।