যশোরে আপন চাচিকে (৩৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল খান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত সোহেল একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
ভুক্তভোগী ওই নারী মামলার অভিযোগে বলেছেন, অভিযুক্ত সোহেল তাঁর আপন বড় ভাশুরের ছেলে। তাঁর স্বামীর বাড়ির পাশে একটি চায়ের দোকান আছে। শনিবার রাত ১০টার দিকে তাঁর স্বামী ও বড় ছেলে দোকানে ছিলেন। রাত ১০টার দিকে তিনি টয়লেটে যাওয়ার পথে দেখেন অভিযুক্ত সোহেল বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি ঘরে ঢুকে খাটের ওপর ছোট ছেলের সঙ্গে শুয়ে পড়েন। কিছু সময় পর সোহেল ঘরের মধ্যে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। সে সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন তাঁর স্বামী, ছেলে ও আরেক ভাশুর এগিয়ে আসলে সোহেল পালিয়ে যান।
বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির এসআই শেখ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই সোহেল খানকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে। তাঁকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।