সাতক্ষীরার তালায় মাদকসেবন ও নাশকতার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তালার মেলাবাজার ও রহিমাবাদের নিজ নিজ বাড়ি থেকে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক ও তালা সদরের মেলাবাজারের বাসিন্দা মির্জা আতিয়ার রহমান (৪৮) এবং বহিষ্কৃত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তালার রহিমাবাদের বাসিন্দা সাঈদুর রহমান সাঈদ (৪০)।
জানা যায়, সম্প্রতি ওই দুই নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরই জেরে সাঈদুর রহমান সাঈদকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করে জেলা কমিটি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, যুবদলের দুই নেতাকে মাদক সেবন ও নাশকতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।