হোম > অপরাধ > খুলনা

বৃদ্ধের শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে মাহাবুব ইলাহী নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলা সদরের নকিপুর জমিদারবাড়ির সন্নিকটে ভুলুর মোড় এলাকায় ঘটনা ঘটে।

আহত মাহাবুব ইলাহী নকিপুর-মাজাট গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা অধ্যক্ষ আশেক ইলাহীর ছোট ভাই।

ভুক্তভোগীর পরিবার জানায়, ফজরের নামাজের জন্য বৃদ্ধ মাহাবুব বাড়ি সংলগ্ন মসজিদে যাচ্ছিলেন। একপর্যায়ে দ্রুতগতিতে দুটি মোটরসাইকেল পেছন থেকে এসে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি চিৎকার শরীর থেকে পোশাক খুলে পাশের পুকুরের নামেন। পরে আহত অবস্থায় স্থানীয়দের সাহায্যে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। দুপুরের দিকে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আহত বৃদ্ধার ভাতিজা আব্দুর রহমান বলেন, যুমনা বাঁচাও আন্দোলন ও নকিপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে আন্দোলন করায় তিনি কিছু মানুষের বিদ্বেষের পাত্র হয়েছিলেন। 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক মাহাবুবর রহমান বলেন, রোগীর দুই পা ও উরুসহ শরীরের নিচের অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিবুল ইসলাম বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যারাই ঘটনার সঙ্গে জড়িত থাকুক দ্রুত আইনের আওতায় আনা হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা