যশোরের কেশবপুরে চুরি করে আনা ইজিবাইক বিক্রি করার সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাতক্ষীরা সদরের বাটকেখালী এলাকার ফারহান ইসলাম (১৯), আবির হাসান (২০) ও আলাউদ্দীন সরদার (১৯)।
থানা সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কনক এন্টারপ্রাইজের পরিচালক একলাছুর রহমান কনকের কাছে গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা থেকে তিন যুবক একটি ইজিবাইক বিক্রি করতে আসেন। ওই তিন যুবকের কথাবার্তা সন্দেহজনক মনে হলে একলাছুর রহমান গোপনে পুলিশে কল করে বিষয়টি জানায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ওই তিন যুবককে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে তাঁরা ইজিবাইক চুরির বিষয়টি স্বীকার করেছেন। চুরির ঘটনাটি সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকায় হওয়ায় তাঁদের ইজিবাইকসহ সেখানকার থানায় সোপর্দ করা হয়।