কুষ্টিয়ার কুমারখালীতে চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের মামলায় সাগর আহমেদ (২৫) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকা থেকে অভিযুক্ত সাগর আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর জয়নাবাদ এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ভুক্তভোগী চার বছরের শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সাগর আহমেদ শিশুটিকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় শিশুটির বাবা গতকাল মঙ্গলবার রাতে শিশু নির্যাতন ও দমন আইনে কুমারখালী থানায় মামলা করেন। সেই মামলায় আজ বুধবার সকালে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে দুপুরে কারাগারে পাঠানো হয়।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘সাগর আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করেছে। বিচারের আশায় থানায় মামলা করেছি।’
এ বিষয়ে কুমারখালী থানা চত্বরে সাগর আহমেদ বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম জানান, শিশু যৌন নিপীড়ন মামলায় সাগর আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।