Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

রামগড়ে এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

রামগড়ে এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টায় রামগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পরিত্যক্ত রাইস টনিক (মদ ফ্যাক্টরি) থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে রামগড় থানা-পুলিশ। 

মৃত নারী রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বল্টু রাম গ্রামের মো. নুরুল আলমের স্ত্রী বিবি খাদিজা (৫৫)। 

খাদিজার বড় ছেলে কাঠ মিস্ত্রি নুরুল ইসলাম জানান, গত বুধবার রাতে খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তাঁর মাকে খুঁজে না পেয়ে সারা দিন আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার রামগড় থানায় জিডি করেন। স্থানীয় ভাবে খোঁজার একপর্যায়ে আজ রোববার ১০টায় মরদেহের দুর্গন্ধ পান। সেই সূত্রধরে পরিত্যক্ত একটি রুমে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে রামগড় থানা-পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রামগড় থানায় মামলা প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি। 

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর