হোম > অপরাধ > খুলনা

পাইকগাছায় গরু চুরির মামলায় দুজনকে গ্রেপ্তার ২ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় গরু চুরির মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় চুরি হওয়া গরু জব্দ করা হয়েছে। 

আসামিরা হলেন, রাড়ুলী ইউনিয়নের আসাদুল সরদার (৩৮) ও একই এলাকার মান্দার চৌকিদারের ছেলে আজাদ (৪৪)। 

চুরি হওয়া গরুর মালিক পাইকগাছা পৌরসভার নবু গাজীর ছেলে শহিদুল ইসলাম বলেন, ‘গত শনিবার বাড়ির পাশে ওয়াপদার বেড়িবাঁধে আমি গরু চরাতে যাই। এর কিছুক্ষণ পর এক ঘণ্টার জন্য বাড়ি আসি। পরে আবার বেড়িবাঁধে গিয়ে দেখি আমার গরু নাই। পরবর্তীতে গতকাল রোববার বিকেল সাড়ে ৬টার দিকে চাঁদখালী গরু হাটে গিয়ে দেখি আসাদুল সরদার নামে এক ব্যক্তি বিক্রির জন্য আমার গরু নিয়ে বসে আছে। এ সময় আমি পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে তাঁকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, রোববার আসাদুলকে গ্রেপ্তার করার পর তাঁর স্বীকারোক্তিতে রাতেই আজাদ নামে অপরজনকে গ্রেপ্তার করা হয়েছে। গরু চুরির কথা স্বীকার করেছেন তাঁরা। 

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আজ সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা