Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

চোরাই মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলে বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

চোরাই মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলে বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার 

খুলনার পাইকগাছায় চোরাই মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলে বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার কাশিমনগর গ্রামের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ইঞ্জিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম আলমগীর মোড়ল (২৭)। তিনি নাছিরপুর গ্রামের কবির মোড়লের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সবুজ গাজী জানান, আলমগীর মোড়লের কাছ থেকে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও যন্ত্রাংশ জব্দ করে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আলমগীরের সহযোগী সুমন মোড়ল একটি মোটরসাইকেল নিয়ে আলমগীরের পেছনে আসতে থাকে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় সুমন। আলমগীরের স্বীকারোক্তিতে তাঁর সঙ্গে থাকা লতা ইউনিয়নের পুটিমারির সাত্তার গাজীর ছেলে আব্দুল আজিজ (৪৫), কাশিমনগর গ্রামের সোহরাব সরদারের ছেলে রাজু সরদার (২৬) ও একই এলাকার লেয়াকাত সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (৩০) জড়িত রয়েছে বলে জানান। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, আলমগীরসহ তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে যন্ত্রাংশ খুলে বিক্রি করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

ক্যাম্পাসে ফিরলেন কুয়েট উপাচার্য, বাসভবনে আবারও তালা দেওয়ার চেষ্টা

জিয়ারত করতে গিয়ে দেখা যায় কবরে লাশ নেই, পাশের কবরও খোঁড়া

ইবির শিক্ষার্থীবাহী বাস উল্টে ধানখেতে, আহত ২৫

ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নানা সংকটে জর্জরিত মুরগি উন্নয়ন খামার

ফুটবলার থেকে চরমপন্থী নেতা

‘বন্দুকযুদ্ধের’ নামে ব্যবসায়ীকে হত্যা: সাতক্ষীরার সাবেক এসপিসহ ৭ জনের নামে মামলা

ননদ-ভাবির দ্বন্দ্বে ক্লিনিকে তালা

ইবিতে জিয়া পরিষদের নেতৃত্বে ফারুকুজ্জামান ও রফিকুল

খুলনা মহানগর বিএনপির কাউন্সিল: সভাপতি মনা, সম্পাদক তুহিন