চুয়াডাঙ্গার জীবননগরে ১২টি স্বর্ণের বারসহ চোরাকারবারি শাহাবুল ইসলামকে (৪৪) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুজন পালিয়ে যান। গ্রেপ্তারকৃত শাহাবুল উপজেলার মেদিনীপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে।
পলাতক ব্যক্তিরা হলেন, ওয়াসিম মিয়া (৩৫) ও রাশেদ আলী।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বলেন, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মেদেনীপুর বিওপির নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টহল দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মেদেনীপুর গ্রামের শেষপ্রান্তে খালপাড়া ব্রিজের ওপর দিয়ে ওই তিনজন ডিসকাভার মোটরসাইকেলযোগে কৌশলে পালানোর চেষ্টাকালে শাহাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজন পালিয়ে যান।
এ সময় শাহাবুল ইসলামের পরা শার্ট ও প্যান্টের দুই পকেটে স্কচটেপ দিয়ে ৩টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম। এ সময় মোটরসাইকেলটি জব্দ করা হয়।
সহকারী পরিচালক আরও বলেন, দুজনকে পলাতক দেখিয়ে জব্দকৃত স্বর্ণের বারসহ গ্রেপ্তারকৃত আসামিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।