Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

খাসজমিতে গাঁজা চাষ, চাষি গ্রেপ্তার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

খাসজমিতে গাঁজা চাষ, চাষি গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে আটটি গাঁজাগাছসহ মো. নিয়ামত বিশ্বাস (৬৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্রীপুর থানা-পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নিয়ামত বিশ্বাস উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছী গ্রামের আফিল উদ্দিন বিশ্বাসের (মৃত) ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন রাতে শ্রীপুর থানাধীন দারিয়াপুর বাজারে টহল ডিউটি চলাকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়। উপজেলার গোয়ালদাহ স্ট্যান্ড থেকে ১০০ গজ পশ্চিমে ওয়াপদা টু লাঙ্গলবাঁধ সড়কের পাশে গাঁজাগাছ চাষ ও পরিচর্যা করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এসআই আজম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি জমি থেকে আটটি গাঁজাগাছ জব্দ করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, ওয়াপদা টু লাঙ্গলবাঁধ সড়কের পাশের ওই জমিতে রোপণ করা ঘাসের মধ্যে গাঁজাগাছের চাষ করে আসছিলেন ওই চাষি। চার থেকে পাঁচ মাস আগে ওই জমিতে গাঁজার চারা রোপণ করেছিলেন তিনি। তিনি পেশাদার গাঁজাচাষি। উদ্ধার আটটি গাঁজাগাছের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। ওজন ১০ কেজি ৪০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৯৩ হাজার ৬০০ টাকা। 

শ্রীপুর থানার ওসি শুকদেব রায় জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

বদনাম ঘোচাতে কঠোর, তবু থামছে না দখল

গ্যাস পাইপলাইন রুট পরিবর্তনের প্রতিবাদ, খুলনা অচল কর্মসূচির হুমকি

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে’

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

মাগুরায় শিশু ধর্ষণ: ভগ্নিপতিসহ ৪ জনকে আসামি করে মামলা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতা নিহত

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে