Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

চুয়াডাঙ্গায় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগীরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত রজব আলী ওরফে রাজা একই উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের বেছের আলীর ছেলে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার এর এম ফয়জুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন।

পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক সুমন বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রাজা। পরিবারের সদস্যরা অনেক খোঁজ করেও তাকে পাননি। শনিবার সকালে পাশের যুগিরহুদা গ্রামের মাঠে তাঁর গলাকাটা লাশ পাওয়া গেছে। নিহত রাজ্জাক কৃষিকাজ করতেন। পাশাপাশি তিনি গ্রাম্য কবিরাজ ছিলেন। তাঁর দুই ছেলে প্রবাসে থাকেন। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, ‘সকালে মাঠে কাজ করতে গিয়ে যুগীরহুদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় কৃষকেরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।’

খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

কুয়েটে ভিসির পদত্যাগ দাবিতে প্রতীকী চেয়ারে শিক্ষার্থীদের অগ্নিসংযোগ, শিক্ষক সমিতির বিবৃতি

ইবিতে গবেষণার কাজে শিক্ষার্থীদের ‘বাধা’ দেওয়ার অভিযোগ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আলাদা বেতন স্কেল নিয়ে কাজ চলছে: উপদেষ্টা ডা. বিধান

খুলনায় ওসির সঙ্গে শ্রমিকদের বাদানুবাদ, ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ

আত্মীয়ের লাশ দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল যুবকের

গাংনীতে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা রসুনে ৩০

সংস্কার না হয়ে নির্বাচন হলে চোর-ডাকাতেরা নির্বাচিত হবে: মুজিবুর রহমান

খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১২