হোম > অপরাধ > খুলনা

কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবেশী যুবককে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে প্রতিবেশী কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবেশী যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের চারটি ঘর জ্বালিয়ে দিয়েছে। 

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামের বাংলাদেশ সেবাশ্রমের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। 

ছুরিকাঘাতে নিহত আব্দুল জব্বার শেখ (২৬) চিতলমারী উপজেলার গ্রামের আব্দুল হক শেখের ছেলে। এ সময় আহত আহত রাজিব শেখ (২৬) চিতলমারী উপজেলার গোরা নলুয়া গ্রামের মো. তৈয়ব শেখের ছেলে। রাজীবকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

অভিযুক্ত দেলোয়ার মুন্সী ওরফে আকাশ (৩০) চিতলমারী উপজেলার ঘোড়া নলুয়া গ্রামের ডাবলু শেখের ছেলে। হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতা দেলওয়ার মুন্সি ও তাঁর বাবার চারটি ঘরে আগুন দেয়। আগুনে ঘরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। 

পুলিশ জানায়, দু-তিন দিন আগে দিলওয়ার মুন্সি এক কিশোরীর শ্লীলতাহানি ঘটায়। ওই কিশোরী আব্দুল জব্বার শেখের প্রতিবেশী। এর প্রতিবাদ করলে আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি, তাঁর ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির তর্কবিতর্ক হয়। সেটি হাতাহাতির পর্যায়ে গড়ায়। এর মধ্যে দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ধারালো ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাঁদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। রাজিব শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা ছুরিকাঘাতকারী দেলোয়ার ও তাঁর বাবার চারটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মেসির বিশাল ছবি এঁকে প্রশংসায় ভাসছেন খুলনার নয়ন মন্ডল

সুন্দরবনে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকেরা, তুললেন ছবিও

এমএম কলেজে বহিরাগতদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের সংঘর্ষ

চুয়াডাঙ্গায় তাপমাত্রার উন্নতি, ফের কমতে পারে ২৬ জানুয়ারি থেকে

লীগ বলয়ের সন্ত্রাসী রাকিবের বিএনপিতে ভেড়ার চেষ্টা

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

সেকশন