হোম > অপরাধ > খুলনা

যশোরে আফ্রিকান মাগুর সংরক্ষণের অপরাধে ১ জনের কারাদণ্ড

যশোর প্রতিনিধি

সরকারিভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুরের পোনা সংরক্ষণের অপরাধে যশোরে মফিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় দুই মণ আফ্রিকান মাগুরের পোনা জব্দ করে ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চাঁচড়া পূর্বপাড়া এলাকায় র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে মফিজুর রহমানকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস। 

উপজেলা প্রশাসন ও র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে শহরের চাঁচড়া এলাকায় বিভিন্ন জাতের মাছের পোনা উৎপাদনের আড়ালে  আফ্রিকান মাগুর মাছের পোনা উৎপাদন করছেন মফিজুর রহমান। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালালে সত্যতা মেলে। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন, বিপণনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। কারণ এই মাছ চাষের ফলে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে। কোনোভাবে যদি পুকুর বা অবরুদ্ধ জলাশয় থেকে এই মাছ নদীতে বা মুক্ত জলাশয়ে চলে আসে তাহলে বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য মহাবিপর্যয় ডেকে আনতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘পোনা উৎপাদন ও বিক্রয়কারী মফিজুর রহমানের হ্যাচারিতে আফ্রিকান মাগুর মাছের পোনা সংরক্ষণ করার অপরাধে তাঁকে ২ হাজার টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’ 

অভিযানে র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

সেকশন