সাতক্ষীরায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি নিহত ও তাঁর ছোট ভাই আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহাবুদ্দীন সানা (৪৫)। তিনি ওই গ্রামের ছাপের সানার ছেলে। দুর্ঘটনায় শাহাবুদ্দীনের ছোট ভাই আছির সানার পা ভেঙে গেছে বলে স্বজনেরা জানিয়েছেন।
স্থানীয় খলিষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম জানান, দুপুরে শাহাবুদ্দীনের ছোট ভাই কারিমুল সানা ইট দিয়ে ঘর তৈরির জন্য আগের মাটির ঘরের দেয়াল ভাঙার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত দেয়াল চাপা পড়েন শাহাবুদ্দীন ও আছির। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দীন মারা যান।