হোম > অপরাধ > খুলনা

খুলনায় ব্যবসায়ী মিলন হত্যা মামলায় এক আসামি কারাগারে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

খুলনার ফুলতলায় ব্যবসায়ী মিলন ফকির হত্যা মামলায় হাবিব মোল্লাকে (৪৫) আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক হাবিবকে ফুলতলা থানায় হস্তান্তর করে। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত বুধবার রাত ১২টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকা থেকে হাবিবকে আটক করা হয়। তিনি ফুলতলার তাজপুর গ্রামের বাসিন্দা। 

র‍্যাব-৬-এর উপপরিচালক মো. আনোয়ারুল ইসলাম বলেন, গত ৩০ জানুয়ারি ভোরে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন ফুলতলার আলকা পূর্বপাড়া গ্রামের মিলন ফকির। নাশতা শেষে তিনি স্থানীয় ‘মা টেলিকম অ্যান্ড কনফেকশনারী’ দোকানের সামনে দাঁড়িয়ে এক স্কুলশিক্ষকের সঙ্গে কথা বলছিলেন। সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা দুই যুবক দোকানের সামনে এসে মিলনকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

আনোয়ারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী রাসিদা বেগম ৩০ জানুয়ারি বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফুলতলা থানায় হত্যা মামলা করেন।

রাসিদা বেগম বলেন, ‘ভৈরব নদের সিকিরহাট ও রানাগাতী ঘাটের ইজারা নিতে মিলন ফকির দরপত্র সংগ্রহ করেন। ফুলতলার তাজপুর গ্রামের সবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর হোসেন মোল্লা, বর্তমান সদস্য ফারুক মোল্লা, হাবিব মোল্লা ও লিটন ফকির ঘাটের ইজারা নিতে বারণ করতে কল দিতেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরাই জড়িত বলে ধারণা করা হচ্ছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজাম উদ্দিন মোল্লা বলেন, গ্রেপ্তার হাবিবকে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন