Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

জীবননগরে এক রাতে ১১ দোকানে চুরি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জীবননগরে এক রাতে ১১ দোকানে চুরি

চুয়াডাঙ্গার জীবননগরে টিনের চাল কেটে এক রাতে ১১টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে জীবননগর পৌর বাজারের চ্যাংখালী ও হাসপাতাল সড়কের পাশের এই দোকানগুলোতে চুরির ঘটনা ঘটে। 

ব্যবসায়ীদের অভিযোগ, চোররা দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা ও এক জোড়া আট আনা স্বর্ণের চুড়ি চুরি করে নিয়ে গেছে। 

ব্যবসায়ীরা জানিয়েছেন, গতকাল শনিবার দিবাগত রাতে চ্যাংখালী সড়কের সাহারা হার্ডওয়্যার, মেসার্স শরিফ স্টোর, আল্লাহর দান ইলেকট্রনিকস, পারভেজ হার্ডওয়্যার, তৌফিক হার্ডওয়্যার, তমা ক্লথ স্টোর, জুয়েল ইলেকট্রনিকস, সবুজ ইলেকট্রনিকস এবং হাসপাতাল সড়কের পাশের ফুড গার্ডেন রেস্টুরেন্ট, সরকার হোমিও হল ও দেলুয়ারের চায়ের দোকানে চুরির ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান তাঁরা। আজ রোববার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে এসেই দেখতে পায় ক্যাশ বাক্স ভাঙা। আর টিনের চাল কাটা। 

কাটা টিনের চাল। ছবি: আজকের পত্রিকাব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হচ্ছে। যার অধিকাংশ ঘটনা পৌর শহরের মধ্যে ও আশপাশে। এসব ঘটনার কোনো প্রতিকার না হওয়ায় চুরি বাড়ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করলেও ২-৩ দিনের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে। 

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় ব্যবসায়ীরা মৌখিক অভিযোগ করেছেন। আমরা তদন্ত শুরু করেছি। চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে। শহরে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।’

খুলনা মহানগর বিএনপির কাউন্সিল: সভাপতি মনা, সম্পাদক তুহিন

নামডাকওয়ালা ফুটবলার থেকে হানিফের চরমপন্থী নেতা হয়ে ওঠা

ঝিনাইদহে ট্রিপল মার্ডার: ৩ দিন পর থানায় মামলা, আসামি অজ্ঞাত

বিএনপির দিকে দেশবাসী তাকিয়ে আছে: তারেক রহমান

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুর, আহত ১

কাজ না করে টাকা আত্মসাৎ, পাউবোর প্রকৌশলীদের নামে মামলা

খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে শুরু

নিহত হানিফের স্ত্রীর আর্তনাদ ‘আমার স্বামীকে এভাবে মেরে ফেলল কারা’

বৈষম্যবিরোধী আন্দোলন: কুষ্টিয়া কলেজের ১৩ শিক্ষকের নামে মামলা, শিক্ষার্থীদের প্রতিবাদ-অবরোধ

সরকারি সার রাতে বিক্রির চেষ্টা, ডিলার গ্রেপ্তার