Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। 

জানা যায়, আহত আশরাফ আলী চণ্ডীপুর গ্রামের পূর্বপাড়ার শামসুদ্দিন মিয়ার ছেলে। 

আহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশরাফ আলীর সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী মৃত আবু ইউসুফের দুই ছেলে মতিয়ার রহমান (৩৮) ও আবু তাহেরের (৩৫) সঙ্গে বিরোধ চলে আসছিল। আজ বুধবার সকালে জমির সীমানা নিয়ে আশরাফ আলীর সঙ্গে মতিয়ার রহমান ও আবু তাহেরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মতিয়ার রহমান লাঠি দিয়ে আশরাফ আলীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহসিন সাদিয়া বলেন, ‘রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা আশরাফকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। তাঁর মাথার আঘাতের স্থানে পাঁচটি সেলাই করা হয়েছে। তাঁকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করানো হয়। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর