সাতক্ষীরায় শেখ আব্দুস সালাম (৫০) নামের এক রং মিস্ত্রিকে বাড়ি থেকে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার থানাঘাটা গ্রামের এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে।।
নিহতের ভগ্নিপতি মো. মহসীন হোসেন জানান, গতকাল রাত ৯টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা সালামকে বাড়ি থেকে কল দিয়ে ডেকে নেয়। এর কিছুক্ষণ পর তাঁরা থানাঘাটা গ্রামের একটি বাগানে সালামকে বেধড়ক মারধর ও কুপিয়ে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সালাম বাগানের পাশে থাকা এক বাড়ির লোকজনদের কাছে সাহায্য চাইলে তাঁরা উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে দিকে তাঁর মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ইতিমধ্যে অভিযানে নেমেছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।