Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

ঘরে ঢুকে বয়স্ক স্বামী-স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ঘরে ঢুকে বয়স্ক স্বামী-স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বয়স্ক স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল-মামুন। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের বজলু রহমানের ছেলে সাহাবুল (২৪), একই গ্রামের মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ (২৩), পিন্টু রহমানের ছেলে রাজিব (২৫) ও তাজউদ্দীনের ছেলে শাকিল হোসেন (২১)।

প্রেস ব্রিফিংয়ে এসপি বলেন, ‘বয়স্ক নজির উদ্দিন ধান-চালের পাশাপাশি বালুর ব্যবসা শুরু করেন। এ জন্য তিনি একটি ট্রলিও কেনেন। তাঁর ট্রলিতে হত্যার পরিকল্পনাকারী সাহাবুল বালু আনা-নেওয়া করতেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাহাবুল তাঁর সহযোগী বিদ্যুৎ ও রাজিবকে নিয়ে নজির উদ্দিনের বাড়ির সামনে যান। সাহাবুলকে চিনতে পেরে তিনি বাড়ির দরজা খুলে দেন। এ সময় তাঁরা বাড়িতে ঢুকে নজির উদ্দিন ও তাঁর স্ত্রী ফরিদা বেগমকে হত্যা করে টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে চলে যান। পুলিশ মোবাইল ফোন দুটি জাল হিসেবে ফেলে রাখে। তবে পাঁচ দিন ধরে মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যায়। গত মঙ্গলবার রাত থেকে একটি মোবাইল ফোনের নম্বর খোলা পায় পুলিশ। পরে নম্বর ট্র্যাক করে অভিযান চালিয়ে বিদ্যুৎ, সাহাবুল ও রাজিবকে গ্রেপ্তার করে পুলিশ।’

এসপি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত রাজিবের কাছ থেকে ৩৫ হাজার, বিদ্যুতের কাছ থেকে ৮ হাজার টাকা, হত্যাকাণ্ডের শিকার স্বামী-স্ত্রীর মোবাইল ফোন, ব্যাগ ও আসামিদের রক্তমাখা কাপড় জব্দ করা হয়েছে।’

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) (নি.) সোহেল রানা, এসআই (নি.) মোহাম্মদ শিহাব উদ্দিন, এসআই (নি.) মুহিদ হাসান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) (নি.) মো. রজিবুল হক।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে আলমডাঙ্গার পুরান বাজারে ব্যবসায়ী নজির উদ্দিনের নিজ বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রী ফরিদা বেগমকে হত্যা করা হয়। পরদিন শনিবার সকালে বাড়ির তালা ভেঙে ঘর থেকে ফরিদা বেগম ও বাথরুম থেকে নজির উদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁদের মেয়ে ডালিয়ারা পারভীন শিলা বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ