ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছ (৫০) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আনিছুর রহমান ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। এ ছাড়া তিনি ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এর আগে গত রোববার বিকেলে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় লেলিন মিয়া নামের এক ছিনতাইকারী আনিছুর রহমানকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী বকুল রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন পরিবার নিয়ে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় থাকি। এ সুযোগে ছিনতাইকারী সন্ত্রাসী লেলিন প্রায় আমার স্বামীর কাছে টাকা চাইত। ঘটনার দিনও সে টাকা চাইলে না দেওয়ায় তাঁকে ছুরিকাঘাত করে।’
বকুল রহমান আরও বলেন, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। গত রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে এই মামলার আসামি লেলিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।