হোম > অপরাধ > ময়মনসিংহ

শ্রীবরদীতে ৩ খুনের প্রধান আসামিকে গাছের আগা থেকে গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রবরদীতে স্ত্রী-শাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমান ওরফে মিন্টুকে (৪০) আমগাছের আগা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। 

গতকাল শুক্রবার রাতে ছুটির দিনে দায়িত্বে থাকা শেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর-ই-জাহিদের কাছে হত্যার দায় স্বীকার করে এ জবানবন্দি দেন তিনি। এর আগে ওই দিন ভোরে অভিযান চালিয়ে শ্বশুরবাড়ির পাশেই একটি আমগাছের আগা থেকে মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। 

আজ শনিবার দুপুরে হত্যার দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ও কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক। জবানবন্দিতে মিন্টু স্ত্রী, শাশুড়িসহ তিনজনকে হত্যাসহ ছয়জনকে কোপানোর কথা স্বীকার করেন। 

এ ঘটনায় অন্য আসামিরা হলেন গেরামারা এলাকার ইউপি সদস্য সবুজ মিয়া, ছোট গেরামারা এলাকার মো. জাফরের স্ত্রী ময়লা বেগম ও খামারপাড়া কাকিলাকুড়া এলাকার আলমাছের ছেলে নিজাম উদ্দিন। 

পুলিশ সূত্র জানায়, হত্যার পরপরই গা-ঢাকা দেন অভিযুক্ত মিন্টু মিয়া। তাঁকে ধরতে পুলিশের ছয়টি দলসহ র‍্যাব ও একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে অভিযানে নামে। তারা শ্রীবরদী, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এবং শেরপুর সদরের সব সড়ক সিলগালা করে দেয়। কিন্তু কোনোভাবেই মিন্টুর হদিস পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মোবাইল ফোন ট্র্যাক করে ভোরবেলা পুরো কাকিলাকুড়া গ্রাম ঘিরে ফেলে পুলিশ। পরে দেখা যায়, একটি আমগাছের ডালের ওপর বসে আছেন মিন্টু। পরে তাঁকে বুঝিয়ে গাছ থেকে নামিয়ে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত দা ও ছুরি উদ্ধার করা হয়। 

এদিকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারনামীয় পলাতক অপর তিন আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, তাঁদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে। এদিকে শুক্রবার রাতে নিহত তিনজনের জানাজা ও দাফন নিজ এলাকায় সম্পন্ন হয়েছে। ওই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্কও নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত ঘাতক মিন্টুর ফাঁসি দাবি করেছেন। এর আগে শুক্রবার বিকেলে নিহত ব্যক্তিদের মরদেহ শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পটল গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

মামলার বাদী ও নিহত মনিরার ছোট বোন মিনারা বলেন, ‘আমার মা ও বোনকে কোপায়া নৃশংসভাবে মারছে মিন্টু। আমার ভাই আর বাবাকেও আহত করেছে। আমি তাঁদের হত্যাকারী মিন্টুর ফাঁসি চাই।’

উল্লেখ্য, পারিবারিক বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পটল গ্রামের শ্বশুরবাড়িতে হামলা চালিয়ে দা দিয়ে কুপিয়ে স্ত্রী মনিরা বেগম (৩৫), শাশুড়ি শেফালী বেগম (৫০) ও চাচা শ্বশুর নূর মোহাম্মদ ওরফে মাহমুদকে (৬৫) হত্যা করে জামাতা মিজানুর রহমান মিন্টু। তিনি পার্শ্ববর্তী গেরামারা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে হাঁস-মুরগি বিক্রেতা। এ ঘটনায় গুরুতর আহত হন মিন্টুর শ্বশুর মনু মিয়া, শ্যালক শাহাদত হোসেন ও মাহমুদের স্ত্রী ছাহেরা বেগম। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মনু মিয়ার অবস্থাও সংকটাপন্ন। ওই ঘটনায় মিন্টু মিয়াকে প্রধান আসামি করে মোট চারজনের নামে মনিরার ছোট বোন মিনারা বেগম বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন।

৫ আগস্টের ঘটনায় উত্তরার হত্যা মামলায় আসামি বকশীগঞ্জের লোকজন, চাঁদাবাজির অভিযোগ

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

সেকশন