ঈশ্বরগঞ্জে মানবতা বিরোধী অপরাধ মামলায় মো. রুস্তম আলী (৮১), তারামিয়া (৭০) নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় আঠারোবাড়ি (রায়ের বাজার) থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এরপর আজ বিকেলেই আসামি দু'জনকে আদালতে পাঠানো হয়েছে।
আসামি মো. রুস্তম আলী আঠারোবাড়ি ইউনিয়নের কালিয়ান গ্রাম ও তারামিয়া ইটাউলিয়া গ্রামের বাসিন্দা। মো. রুস্তম আলী কালিয়ান গ্রামের মৃত মেফর আলীর ছেলে ও তারামিয়া ইটাউলিয়া গ্রামের প্রয়াত শমসের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২০ সালের ২ নভেম্বর অভিযোগ পড়ে তাদের বিরুদ্ধে। এরপর তাঁদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি তদন্ত করছে ট্রাইব্যুনাল। আজ তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয় প্রক্রিয়াধীন। আপাতত তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।