Ajker Patrika
হোম > অপরাধ > ময়মনসিংহ

রাত হলেই সড়কে ঘুরে ঘুরে ডাকাতি করেন তাঁরা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

রাত হলেই সড়কে ঘুরে ঘুরে ডাকাতি করেন তাঁরা

জামালপুর মেলান্দহ উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আজ রোববার দুপুরে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠায়। 

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাহাডিপটল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারগঞ্জ উপজেলার বিল্লাল হোসেন (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাবুল (৩৪) ও ঘাটাইল উপজেলার শহীদুল (৪০)। 

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে পাহাডিপটল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের হাতে আটক হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র রাম দা, ছুরি, তালা খোলার রড, রশি পাওয়া যায়। পরে তাদেরকে থানায় নিয়ে এসে পুলিশ বাদী হয়ে তাঁদের নামে মামলা করে। 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার তিনজন ডাকাত দলের সদস্য। তাঁদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। 

রাত হলেই তাঁরা এলাকায় ঘোরাঘুরি করেন। আর সুযোগ বুঝে বসতবাড়িতে ঢুকে চুরি–ডাকাতি করেন। তাঁদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর