ময়মনসিংহের ত্রিশাল থেকে অস্ত্র তৈরির কারিগর মো. বাবুল মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় পাইপগান জব্দ করা হয়। আজ শনিবার বিকেলে র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত মো. বাবুল মিয়া জেলার ত্রিশাল উপজেলার কাঠাল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ত্রিশালের কালিরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৪ পুলিশ সুপার মনসুরা বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগানসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন যাবৎ তিনি দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।